বক্তব্য দিচ্ছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের উজ্জীবিত রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ মে) ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন এক শিল্পী। ছবি : বাংলাদেশ পুলিশ

ডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩-এর চ্যাম্পিয়ন ট্রাফিক মোহাম্মদপুর জোন অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ট্রাফিক তেজগাঁও জোন, মোহাম্মদপুর জোন ও শেরেবাংলা জোনের সহকারী পুলিশ কমিশনারগণ, টিআই, সার্জেন্টসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্য আমন্ত্রিত শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া পুলিশ সদস্যগণের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে ট্রাফিক-মোহাম্মদপুর জোনের শিল্পী সহকারী পুলিশ কমিশনার ইমরুল ও টিআই (প্রশাসন) শরীফের অনন্য পরিবেশনা উপভোগ করেন ট্রাফিক পুলিশ সদস্যগণ।

ভবিষ্যতেও এ ধরনের প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠান আয়োজনের কথা জানান ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার।