আজ ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশের সব পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদা ও সম্মানে পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’।

কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের এই দিবসে গভীরভাবে শ্রদ্ধা জানানো হয়। আজকের এই দিনে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হবে।

২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রতিবছরের ১ মার্চ পালন করা হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’।