পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় এক সপ্তাহ মেয়াদি জুনিয়র লিডারশিপ কোর্সের ২৭তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার এএসআই (নিরস্ত্র) ও এএসআইদের (সশস্ত্র) এক সপ্তাহ মেয়াদি জুনিয়র লিডারশিপ কোর্সের ২৭তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার মাল্টিপারপাস হলে খুলনা ও বরিশাল রেঞ্জের বিভিন্ন জেলা/ইউনিট থেকে আগত এএসআই (নিরস্ত্র) ও এএসআইদের (সশস্ত্র) এক সপ্তাহ মেয়াদি জুনিয়র লিডারশিপ কোর্সের ২৭তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) হাবিবুর রহমান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রুহুল কুদ্দুস ও সহকারী পুলিশ সুপার (প্রশাসন) এস এম নাফিউর রহমানসহ পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সব স্তরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা।