কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের পাঁচ দালালকে মঙ্গলবার সাজা দেওয়া হয়। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রাম জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রোগীদের হয়রানি করা পাঁচ দালালকে সাজা দেওয়া হয়েছে।

ওই পাঁচজনের মধ্যে নাজমুল ইসলাম নাহিদকে (২৫) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ১০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মোহাম্মদ নূর হোসেন (৩৮), আতিকুর রহমান রানা (২৮), রাশেদুজ্জামান আকাশ (২৬) ও মিথুন আহম্মদ ওরফে মিলনকে (৩০) ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘জেলা পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কতিপয় দালাল সিন্ডিকেট বিভিন্নভাবে রোগীদের হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জন দালালের সাজা প্রদান করা হয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের সেবামূলক বিভিন্ন দপ্তরের নাম ব্যাবহার করে যে সমস্ত দালাল বা টাউট দুর্নীতি করার চেষ্টা করবে, আমরা তাদের প্রত্যেককেই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। জেলা প্রশাসন ও জেলা পুলিশ কুড়িগ্রামে সদাশয় সরকারের গৃহীত নাগরিক সেবাসমূহ দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’