কুড়িগ্রাম সদরের একটি মার্কেটে অগ্নিনির্বাপণ বিষয়ে কর্মসূচি চলছে। ছবি: বাংলাদেশ পুলিশ ।

কুড়িগ্রাম সদরের বিভিন্ন মার্কেটে অগ্নিনির্বাপণে করণীয় বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার পুলিশ, প্রশাসন, পৌরসভা, প্রেসক্লাব, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় অগ্নিনির্বাপণে প্রাথমিকভাবে যেসব সরঞ্জামের প্রয়োজন, সেগুলো বাধ্যতামূলকভাবে প্রতিটি দোকানে মজুত রাখার জন্য সব দোকান মালিক, কর্মচারী ও দোকান মালিক সমিতির নেতাদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় কুড়িগ্রামের পৌর মেয়র, প্রেসক্লাবের সভাপতি, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও ভোক্তা অধিকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।