পুরান ঢাকার সোয়ারীঘাটে জুতার কারখানায় বৃহস্পতিবার রাতে আগুন লাগে। ছবি: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে সোয়ারীঘাটের কামালবাগে ‘রোমানা রাবার’ নামের ওই কারখানায় আগুন লাগে।

অগ্নিনির্বাপণ বাহিনীর আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান। খবর বিডিনিউজের।

সেখান থেকে পাঁচজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পাঁচজনই ছিলেন ওই কারখানার শ্রমিক। তাঁদের সবাই আগুনে দগ্ধ হয়েছেন বলে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন।
পুলিশ নিহতদের পরিচয় জানাতে না পারলেও দুজনের আত্মীয় সকালে মিটফোর্ড হাসপাতালের মর্গে হাজির হন। তাঁরা জানান, নিহতদের মধ্যে মানিকগঞ্জের আবদুর রশিদের ছোট ছেলে আমিনুর রহমান (৩০) ও কিশোরগঞ্জের শহর আলীর ছেলে শামীম মিয়াও (৩৫) রয়েছেন।
হাজি রফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই কারখানায় মূলত জুতার সোল তৈরি হতো। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থল পুরোপুরি তল্লাশি করে দেখেছেন তাঁরা। ভেতরে আর কোনো মৃতদেহ নেই। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই কারখানার পাশে একটি কাঁচাবাজার ছিল। আগুনে বাজারের সব মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।
কাঁচাবাজারের একটি মাংসের দোকানের মালিক রহিম জানান, রাতে তিনি দোকানেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। এরপর আগুন দেখা যায়।

‘তখন ভয়ে দৌড়ে দোকান ছেড়ে রাস্তায় চলে আসি। পরে দেখি, বাজারের পাশে রহিম হাজির কারখানা আগুনে জ্বলছে।’

এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলেও তার আগেই কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কাঁচাবাজারে। দোকান ও মালামাল পুড়ে গেলেও সেখানে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

রহিম বলেন, বাজারে তাঁর দোকানের ফ্রিজ ভর্তি গরুর মাংস ছিল; ফ্রিজ আর মাংস সবই নষ্ট হয়ে গেছে। কারখানার বাইরে বেশি কিছু রিকশাও পুড়েছে।