রংপুরের পীরগঞ্জের জেলেপল্লিতে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে সহায়তা দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর গ্রামের জেলেপল্লিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পুলিশের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

রংপুরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার উপস্থিত থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ সহায়তা প্রদান করেন। খবর বাসসের।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, ২৫ হাজার টাকা করে ৬৬টি পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ছাড়া ক্ষতিগ্রস্ত দুটি মন্দিরের জন্য ৭৫ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডের সময় সাহসী চার ব্যক্তি রঞ্জিত চন্দ্র, রমেন চন্দ্র, পূর্ণিমা ও রুপালীকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

ওই সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিরোদা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।