রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি: ডিএমপি

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পিস্তল, গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ধানমন্ডি জোনাল টিম।

গ্রেপ্তারকৃতের নাম মো. ওমর ফারুক। তাঁর হেফাজত থেকে তিনটি গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

খিলগাঁও থানা এলাকার একটি বাসায় শনিবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে ডিবির ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগের উপকমিশনার মো. হুমায়ন কবীর পিপিএম ডিএমপি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে এক মাদক কারবারির অবস্থানের তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফজলে এলাহীর নেতৃত্বে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওমর ফারুক নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার টয়লেটের কমোডের ভেতর থেকে তিনটি গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

খিলগাঁও থানায় করা মামলায় ওমর ফারুককে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।