ঝড়ে গাছ উপড়ে রাস্তায় পড়েছে। ছবি-সংগৃহীত

পিরোজপুরে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কয়েক শ বাড়িঘর। গাছপালা ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। ঝড়ে গাছচাপায় একজন নিহত হয়েছেন।
আজ রোববার (৭ এপ্রিল) সকালে আকস্মিক এ ঝড় শুরু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। খবর ঢাকা মেইলের।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ চারদিকে কালো মেঘে ঢেকে যায়। কিছু সময় পর তীব্র বেগে ঝড় শুরু হয়। ঝড়ে কয়েক শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে অনেকের কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে, টিনের চালা উড়ে যায়। ধানখেতেরও ব্যাপক ক্ষতি হয়। সড়ক-ঘরবাড়ির ওপর গাছপালা ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঝড় থেমে যাওয়ার পর স্থানীয়রা সড়ক থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে নিচ্ছেন।