ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর হাতে স্মারকগ্রন্থ তুলে দেন পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের তদন্তসংক্রান্ত সাফল্য নিয়ে সংকলিত ‘গণমাধ্যমে সাফল্যগাথা (দ্বিতীয় সংস্করণ)’ শীর্ষক স্মারকগ্রন্থের প্রশংসা করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

গত রোববার (১৭ সেপ্টেম্বর) রংপুর সফরকালে আইজিপির হাতে স্মারকগ্রন্থটি তুলে দেন পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম।

আইজিপি পিবিআই রংপুরের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি পিবিআই রংপুর জেলার সব সদস্য ও পিবিআইপ্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম-কে ধন্যবাদ জানান।

পিবিআই রংপুর যেসব চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে, সেগুলো দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় পিবিআই রংপুর জেলার সাফল্যের ডিজিটাল নথি সংরক্ষণের লক্ষ্যে ‘গণমাধ্যমে সাফল্যগাথা (জনআস্থা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতায় পিবিআই রংপুর)’-এর প্রথম সংস্করণ ২০২২ সালের জুনে প্রকাশিত হয়। গত ১৭ সেপ্টেম্বর স্মারকগ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।