পিটিসি টাঙ্গাইলের মাল্টিপারপাস ড্রিল শেডে রোববার সকালে স্থানাপন্ন এসআইদের ছয় মাস মেয়াদি ইনসার্ভিস বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স (ডিসি কোর্স) ব্যাচ-২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ছবি: টাঙ্গাইল জেলা পুলিশ

পিটিসি টাঙ্গাইলের মাল্টিপারপাস ড্রিল শেডে স্থানাপন্ন এসআইদের ছয় মাস মেয়াদি ইনসার্ভিস বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স (ডিসি কোর্স) ব্যাচ-২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল দশটায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. ময়নুল ইসলাম এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) পিটিসি টাঙ্গাইল। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবু নাছের মোহাম্মদ খালেদ পুলিশ সুপার (প্রশাসন), ফারিয়া আফরোজ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আবদুল আউয়াল সরদার, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আনোয়ারুল আজম সহকারী পুলিশ সুপারসহ (ট্রেনিং) পিটিসি টাঙ্গাইলের সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ। মোট ৭৬৬ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিচ্ছেন।