প্যারেড পরিদর্শন করেন পিটিসি টাঙ্গাইলের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) নজরুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

পিটিসি টাঙ্গাইলের ১ নম্বর প্যারেড গ্রাউন্ডে অফিসার, প্রশিক্ষক, ফোর্স ও প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৭ আগস্ট) মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পিটিসি টাঙ্গাইলের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) নজরুল ইসলাম।

প্যারেডে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল আউয়াল সরদার, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) মো. আনোয়ারুল আজমসহ সব প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও কর্মরত পুলিশ সদস্য।

মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন এনডিসি কমান্ড্যান্ট। ছবি: বাংলাদেশ পুলিশ

এনডিসি কমান্ড্যান্ট নজরুল ইসলাম প্যারেড পরিদর্শন শেষে সদস্যদের উদ্দেশে প্রশিক্ষণের মান বৃদ্ধি, যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালন, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবার সঙ্গে ভালো ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।