প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পিটিসি টাঙ্গাইলের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ‘ইনভেস্টিগেশন রিফ্রেশারস কোর্স ফর সাব ইন্সপেক্টর’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) পিটিসি টাঙ্গাইলের এফপিইউ গ্যালারিতে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসি টাঙ্গাইলের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম।

এক প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পিটিসি টাঙ্গাইলের এনডিসি কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

পিটিসি টাঙ্গাইলের পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল আউয়াল সরদার, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) মো. আনোয়ারুল আজম, সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।