গ্রেপ্তার তিন আসমি। ছবি : পাবনা জেলা প্রতিনিধি

পাবনা ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন হত্যা মামলার অন্যতম প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, মোঃ রবিউল ইসলাম রবি (৪০); তিনি পাবনা সদর থানার মহাদেবপুর পূর্বপাড়ার বাসিন্দা। মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদুল্লাহ (৩০); তিনি একই থানার কোলাদি বিজয় রামপুর এলাকার বাসিন্দা এবং মামলার সন্দিগ্ধ আসামি। মোঃ সিরাজ শেখ (৩৬); তিনিও একই থানার মহাদেবপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ৫০ মিনিটে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম-এর নির্দেশক্রমে একটি দল পাবনা সদর থানাধীন ভাড়ারা ইউপির অন্তর্গত চারা বটতলা থেকে ওই আসামিদের গ্রেপ্তার করেন।

এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, এবং তিন রাউন্ড গুলিসহ একটি ওয়ান সুটার গান জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।