নিহত কয়েকজনের মরদেহ। ছবি : বাসস

পাপুয়া নিউগিনির পরগারা শহরের পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। দেশটির সহিংসতাপ্রবণ এই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জেমস মারাপি বৃহস্পতিবার ‘জরুরি অবস্থা’ জারি করেন। খবর এএফপির।

স্থানীয় পুলিশপ্রধান জর্জ ককাস জানান, মঙ্গলবার পরগারা শহরের কাছে ভয়াবহ সংঘর্ষে ১৩ পুরুষ ও ৫ নারী নিহত হন। তাঁদের রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এনগা অঞ্চলের জঙ্গলে স্থানীয় উপজাতিদের মধ্যে প্রায় সংঘর্ষ ঘটতে দেখা যায়। জমি, প্রাকৃতিক সম্পদ বা অন্য বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী মারাপি বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সঙ্গে দেশের চলমান নির্বাচনী প্রচারণার কোনো যোগসূত্র নেই। প্রয়োজনীয় বিশেষ সহযোগিতার স্বার্থে কেবল পরগারা নয়, অন্য অনেক এলাকাতে আমরা সামরিক ও পুলিশ বাহিনীর আরও সদস্য মোতায়েনের কথা বলে দিয়েছি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পরগারা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।