পানশির নিয়ে তালেবানের সঙ্গে যুদ্ধ চলছে স্থানীয় বিদ্রোহীদের। ছবি: আল-জাজিরা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পানশির দখলে নিতে স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে তালেবানের লড়াই চরমে পৌঁছেছে।

আল-জাজিরার শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়, পানশির দখলে তালেবানের অভিযানে চার দিন ধরে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পাশের পারওয়ান প্রদেশের বাসিন্দারা।

পানশিরে তালেবানের বিরুদ্ধে লড়ছেন নিহত কমান্ডার আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ। তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন তালেবান নেতারা।

তালেবানের সঙ্গে বিদ্রোহীদের লড়াই নিয়ে পারওয়ানের ৫২ বছর বয়সী বাসিন্দা আসাদুল্লাহ বলেন, ‘প্রতি রাতেই আরও মারাত্মক হচ্ছে লড়াই।’

তিনিসহ জাব আল-সেরাজ জেলার অন্য কিছু বাসিন্দা বলেছেন, লড়াই মূলত পার্বত্য অঞ্চলে চললেও পুরো এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।

কাছাকাছি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানশিরের শান্ত, সবুজ উপত্যকার দিকে যাওয়া সড়কঘেঁষা গ্রামগুলোর কমপক্ষে ৪০০ পরিবার ঘরবাড়ি ছেড়েছে।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। দেশটির ৩৪ প্রদেশের মধ্যে শুধু পানশিরই তাদের দখলের বাইরে। এ কারণে উপত্যকাটি দখলে মরিয়া সরকার গঠন করতে যাওয়া সংগঠনটি।