ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ দখলের পর মঙ্গলবার (২৯ মার্চ) রাশিয়ান সৈন্যরা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছেন বলে দাবি কিয়েভের কর্মকর্তাদের। খবর বাসসের।

চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার দায়িত্বরত ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা এক ফেসবুক পোস্টে জানিয়েছে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় আর কোনো বহিরাগত নেই।

আগের দিন রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোএটম বলেছে, রাশিয়ান সৈন্যরা স্টেশন এবং পারমাণবিক দূষণ এলাকা ছেড়ে যেতে শুরু করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে তাঁরা এই এলাকা দখল করে রেখেছিলেন।

রাশিয়ান সেনাদের দখলের পর চেরনোবিল থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আতঙ্ক বেড়েছিল। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলের ৪ নম্বর রিঅ্যাক্টর বিস্ফোরণে বিশ্বে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটে। এতে শত শত লোক মারা যায়।