ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পানশির উপত্যকা দখলের লড়াইয়ে এক দিনে প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি প্রদেশটির স্থানীয় সশস্ত্র সংগঠন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ)। খবর কালের কণ্ঠের।

স্থানীয় সময় শনিবার (৪ সেপ্টেম্বর) এসব তালেবান সদস্য নিহত হন বলে দাবি এনআরএফ মুখপাত্র ফাহিম দাশতির।

ফাহিম দাশতি এক টুইট বার্তায় বলেন, শনিবার সকাল থেকে পানশিরের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবানকে নির্মূল করা হয়েছে। এক হাজারের বেশি তালেবান আত্মসমর্পণ করেছেন।
বিদ্রোহীদের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগানিস্তানের অন্য প্রদেশগুলো থেকে প্রয়োজনীয় সামগ্রী পেতে বেগ পেতে হচ্ছে তালেবানকে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল দখলের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পানশির উপত্যকার নিয়ন্ত্রণে আনতে পারেনি তালেবান। উপত্যকাটি এনআরএফ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।