রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপত্তা হুমকিতে পড়লে তাঁর দেশ যেকোনো অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। ২৭ এপ্রিল সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। ইউক্রেনে কোনো দেশ যদি ‘হস্তক্ষেপ’ করে, তাহলে মস্কোর পক্ষ থেকে দ্রুত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘কৌশলগত নিরাপত্তা’ হুমকির জন্য রাশিয়া কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে সব সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। ইউক্রেনে পশ্চিমাদের হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে ইউক্রেনে যা ঘটছে, সে বিষয়ে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, তাহলে তাদের জেনে রাখা উচিত যে রাশিয়ার জবাব হবে খুবই দ্রুত।’

পুতিন আরও বলেন, ‘আমাদের সব ধরনের অস্ত্র রয়েছে, যা পশ্চিমারা এখনো অর্জন করতে পারেনি। তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহংকার করব না। আমরা এগুলো ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে। বিষয়টি আমরা সবাইকে জানিয়ে রাখতে চাই।’

এর আগে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় ২৭ এপ্রিল থেকেই ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপের অন্য দেশেও গ্যাস বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছে ক্রেমলিন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পোল্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার এই পদক্ষেপকে ‘ব্ল্যাকমেল’ বলে অভিহিত করেছে। রাশিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।