পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় হেলিকপ্টার দুর্ঘটনায় একজন জ্যেষ্ঠ কমান্ডারসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

বেলুচিস্তানে ত্রাণ তৎপরতায় নিয়োজিত একটি হেলিকপ্টার গত সোমবার রাতে নিখোঁজ হয়। এতে সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন যাত্রী ও ক্রু ছিলেন।

মঙ্গলবার এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে।

প্রচণ্ড মৌসুমি বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় চলতি বছর পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বেলুচিস্তানে এ পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে।