হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টার। ছবি: হাইওয়ে পুলিশ

রাতে বাইক চালাতে গিয়ে অন্ধকারে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে কিছু টিপস দিয়েছে হাইওয়ে পুলিশ।

ফেসবুকে পেজে এক পোস্টে হাইওয়ে পুলিশ এসব টিপস দিয়েছে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘বাইকের বিভিন্ন জায়গায়, যেমন: হেডলাইটের ওপরে, লুকিং মিররের বিপরীতে, এলয় হুইলের চারপাশে রিফ্লেক্টর ব্যবহার করা যেতে পারে। এতে অনেক দূর থেকেও অন্য গাড়ির ড্রাইভার আপনার অবস্থান বুঝতে পারবে। রিফ্লেক্টরসহ উইন্ডব্রেকার অথবা ক্রসবেল্ট পরতে পারেন।’