ছবি : সংগৃহীত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এই অভিযান চালানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক প্রধান কমান্ডার নিহত হয়েছেন।

একই প্রদেশের লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খান জেলায় পুলিশকে লক্ষ্য করে চালানো পৃথক দুটি হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওয়ানা শহরে টিটিপি জঙ্গিদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে টিটিপি কমান্ডার হাফিজুল্লাহ ও দুই সম্ভাব্য আত্মঘাতী বোমারুসহ ১১ জন নিহত হন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টিটিপি কমান্ডার হাফিজুল্লাহ বেশ কয়েকটি থানায় হামলা চালানোর ঘটনাসহ চাঁদাবাজি ও স্থানীয়দের অপহরণের সঙ্গে জড়িত ছিলেন।