পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি: টুইটার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের একটি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর আজকের পত্রিকার।

ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, আই-১০/৪ সেক্টরে সকাল ১০টার দিকে এক ব্যক্তি ও এক নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির পরপরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সোহেল জাফর জানান, বিস্ফোরণে পুলিশের ইগল স্কোয়াডের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া আরও চার পুলিশ সদস্য ও ২ জন বেসামরিক আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক টুইটে ইসলামাবাদের বাসিন্দাদের বিস্ফোরণস্থল এড়িয়ে চলতে এবং সেখান থেকে দূরে থাকতে বলেছে পুলিশ।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, এ আত্মঘাতী বিস্ফোরণে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া হামলার দায়ও স্বীকার করেনি কেউ।

হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।