পশ্চিম তীরে বন্দুক তাক করা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী এক ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য উত্তরাঞ্চলে নাবলুস নগরীতে একটি এলাকায় প্রবেশ করার পর বালাতা শরণার্থী শিবিরের বাকির হাশাশকে (২১) তাঁর মাথায় গুলি করে। খবর বাসসের।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের সেনারা নাবলুসে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অভিযানকালে সেনাদের ওপর গুলিবর্ষণকারী সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেছে।

সেনাবাহিনী বলেছে, একজন নিহত হয়েছে, তবে সেনাদের মধ্যে কেউ হতাহত হয়নি।