অনুশীলনে মাশরাফি বিন মোর্ত্তজা। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণের মাধ্যমে ক্রিকেটে ফেরার লক্ষ্যে বৃহস্পতিবার অনুশীলন শুরু করেছেন পেস বোলার মাশরাফি বিন মোর্ত্তজা।

বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। অবশ্য দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আছেন টাইগার পেসার। খবর বাসসের।

মাশরাফির মতে, সর্বপ্রথম তাঁর বোলিংয়ের ছন্দ ফিরে পেতে হবে। তিনি বলেন, ‘আমি পূর্ণ রানআপ নিয়ে বোলিং করতে পারিনি। শর্ট রানআপ নিয়ে বল করে যাচ্ছি। সুতরাং নিজের বোলিং নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।’

মাশরাফি বলেন, ‘আমি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছি। ফুল রানআপ দিয়ে বল করতে পারব কি না হয়তো আগামী সপ্তাহে বোঝা যাবে। ফিটনেস ঠিক থাকলে আশা করছি ছন্দ খুঁজে পেতে আমার বেশি সময় লাগবে না। অচিরেই আমি ফুল রানআপ নিয়ে বোলিং করতে পারব, তবে এর সবকিছু নির্ভর করছে পিঠের ব্যথার অবস্থার ওপর।’

প্রায় চার মাস পর মাশরাফিকে দেখা গেল বল হাতে। সর্বশেষ সেপ্টেম্বরে তিনি বল হাতে নিয়েছিলেন। ইতিমধ্যে টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি, তবে এখনো বিদায় জানাননি ওয়ানডে ক্রিকেটকে।