অধিকৃত পশ্চিম তীরে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি কর্মী এবং হামাস আন্দোলনের সদস্য নিহত হয়েছেন। একাধিক সূত্র এই কথা জানিয়েছে। খবর এএফপির।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের আল-বিরহে দখলদার বাহিনীর ছোড়া গুলির আঘাতে মোহাম্মাদ জিব্রিল রুমানেহ মারাত্মকভাবে আহত হওয়ার পর মারা যান।

বিবৃতিতে আরও বলা হয়, সেখানে সংঘর্ষে দ্বিতীয় এক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। তবে তার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।