ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শনিবার (৮ জুলাই) সহিংসতায় ১১ জনের মৃত্যুর খবর মিলেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৬ জন তৃণমূল সদস্য। বিজেপি, বাম, কংগ্রেস ও আইএসএফের একজন করে কর্মীর পাশাপাশি এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকও নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

সহিংসতা ঠেকাতে রাজ্যটিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তৃণমূলের অভিযোগ, কিন্তু ভোটের দিন দায়িত্ব পালনে ‘ভয়ানক ব্যর্থ’ হয়েছে তারা।

রক্তক্ষয়ী সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হওয়ার পাশাপাশি অন্তত দুটি বুথে ব্যালট বাক্স ভাঙচুর করা হয়েছে।