জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানার সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানায়, সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে পল্টন থানাধীন কালভার্ট রোড থেকে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন কামাল হোসেন, মো. দুলাল, মোসা. লাইলাতুন নাহার, আয়েশা সিদ্দিকা সোমা ও মো. শাহজালাল।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পল্টন থানাধীন কালভার্ট রোডে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ কামাল ও দুলালকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের দেওয়া তথ্যে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে ২ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ লাইলাতুন নাহার, আয়েশা ও শাহজালালকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে টেকনাফ ও বিভিন্ন এলাকা থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।