ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিবজাদেহ। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিবজাদেহ বলেছেন, তাঁরা ভিয়েনায় শুরু হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি রক্ষার বিষয়ে প্রধান শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। খবর বাসসের।

তিনি সাংবাদিকদের বলেন, ভিয়েনায় ইরানের প্রতিনিধিদল একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ এবং ফলপ্রসূ আলোচনার আশা করছে।

তিনি বলেন, ‘সরকার সবার পরিচিত একটি দল পাঠিয়ে সদিচ্ছা ও আন্তরিকতা প্রদর্শন করেছে। অন্য পক্ষ যদি অনুরূপ সদিচ্ছা দেখায়, তাহলে আমরা একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সঠিক পথে থাকব।’

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নতুন আলোচনার জন্য উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল পাঠানো হয়েছে।

গত জুনে ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা স্থগিত হয়। চুক্তিটি কার্যকর করার লক্ষ্য নিয়ে ইরান, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া আলোচনা পুনরায় শুরু করে।

যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার একতরফাভাবে ২০১৮ সালে চুক্তিটি ত্যাগ করে। দেশটি আলোচনায় পরোক্ষভাবে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।