আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্রিফিং প্যারেডে বক্তব্য দেন আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। ছবি : আরএমপি প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতাধীন এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন ডিউটিতে অফিসার ফোর্সদের সঙ্গে অনুষ্ঠিত হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্রিফিং প্যারেড।

আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় আরএমপি পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি ছিলেন আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

আরএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার বলেন, আগামীকাল ইউপি নির্বাচনের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার আওতাধীন রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার মোট ৬৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রসমূহে পুরো পোশাকে ও সাদাপোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে।

উক্ত নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ভোটকেন্দ্রসমূহে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনামূলক কথা বলেন পুলিশ কমিশনার। তিনি বলেন, এই নির্বাচনে প্রতিটি সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে পর্যাপ্ত অফিসার ফোর্স নিয়োজিত থাকবে এবং নির্বাচন-পূর্ববর্তী এবং নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের জন্য আজ শনিবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে আগামীকাল (২৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় (বোয়ালিয়া, বেলপুকুর ও কাটাখালী থানা ব্যতীত) ট্রাক ও পিকআপ যানবাহন চলাচলের ওপর এবং নৌযান যথা লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট (ভোটারদের চলাচলের ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত), স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ছাড়া গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১২টা থেকে আগামী রোববার (২৯ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর উল্লিখিত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৬৮টি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৮টি মোবাইল টিম, ৭টি স্ট্রাইকিং ফোর্স, ১টি স্ট্যান্ডবাই টিম, ৭টি চেকপোস্ট, নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী ১৪টি মোবাইল পার্টি, ৪টি প্রটেকশন পার্টি, ৪টি ডিবি পুলিশের টিম, সিটিএসবিসহ প্রায় এক হাজার অফিসার ফোর্স রাখা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রায়টগিয়ারসহ স্পেশাল রিজার্ভ, ওয়াটার ক্যানন, স্পিডবোট, কান্ট্রিবোট ও এপিসি প্রস্তুত রাখা হবে বলেও জানান পুলিশ কমিশনার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার ও উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।