ডাকটিকিট অবমুক্ত করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, স্মারকপত্র, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এম শেফায়েত হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্মারকপত্র ও ডাটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো এবং পরবর্তী সময়ে দেশের অন্যান্য জিপিওসহ প্রধান পোস্ট অফিসে পাওয়া যাবে।

এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।