পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে মৌলভীবাজার পুলিশ। ছবি: মৌলভীবাজার জেলা প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শনিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে আনন্দ র‌্যালি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চৌমুহনা পয়েন্ট দিয়ে কুসুমবাগ এলকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে পুলিশ সদস্য ছাড়াও রাজনৈতিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

কুসুমবাগ পয়েন্টে আনন্দ র‌্যালির সমাপনী অনুষ্ঠানের অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন।

আনন্দ র‌্যালি নিয়ে পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ আমরা এক ঐতিহাসিক গৌরবোজ্জ্বল স্বপ্ন জয়ের সাক্ষী হলাম। পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিত নাম।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে আজ পুরো জাতির মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আজকের এই আনন্দ র‌্যালির মাধ্যমে আমরা জেলা পুলিশ মৌলভীবাজারও সেই আনন্দের অংশীদার হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতুর সফল বাস্তবায়ন দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে বহুগুণ।

ওই সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ বি এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান প্রমুখ।