ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পটুয়াখালীতে শারীরিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পটুয়াখালীতে শারীরিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী পুলিশ লাইনস মাঠে ২৫ অক্টোবর (সোমবার) এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয় পরীক্ষার শুরুতে। ছবি: বাংলাদেশ পুলিশ

সংশ্লিষ্ট সূত্র বলেছে, নিয়োগ বোর্ড এদিন প্রার্থীদের উচ্চতা, ওজন ও বুকের মাপ (পুরুষ প্রার্থীদের জন্য) পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য যোগ্য প্রার্থী বাছাই করে।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য উল্লেখযোগ্য নারী প্রার্থীও রয়েছেন পটুয়াখালীতে। ছবি: বাংলাদেশ পুলিশ

আগামী ২৬ ও ২৭ অক্টোবর এই প্রার্থীদের ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের শারীরিক উচ্চতা যাচাই করা হয় শারীরিক বাছাইয়ের ধাপে। ছবি: বাংলাদেশ পুলিশ

২৮ অক্টোবর হবে লিখিত পরীক্ষা।
নারী প্রার্থীদের বাছাই প্রক্রিয়ায় নারী পুলিশ সদস্যরাই পুরো বিষয়টি এগিয়ে নেন। ছবি: বাংলাদেশ পুলিশ