ছবি : সংগৃহীত

বাতাসের নিম্ন মানের দিক থেকে আইকিউএয়ারের তালিকায় নিয়মিত ওপরে থাকা দিল্লির অবস্থানের পরিবর্তন হয়নি। এদিকে ঢাকার বাতাসের মানের অবনতি হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানিটির র‌্যাঙ্কিংয়ে শনিবার সকাল ১০টা ৫৯ মিনিটে বাতাসের নিম্ন মানে ১০০টি শহরের মধ্যে শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি। আজ সকালের একই সময়ে দূষিত বাতাসে দিল্লির পরের অবস্থানে ছিল ঢাকা। খবর নিউজবাংলা টোয়েন্টিফোরের।

আইকিউএয়ার জানিয়েছে, সকালের ওই সময়ে দিল্লির বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ মাত্রার চেয়ে ৫৭ দশমিক ৭ গুণ বেশি।

একই সময়ে ঢাকার বাতাসে পিএম২.৫-এর উপস্থিতি ছিল ডব্লিউএইওর আদর্শ মাত্রার চেয়ে ৫৫ দশমিক ৪ গুণ বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।