নড়াইলে হত্যা মামলায় এক আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত, পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম রিপন মোল্যা। তিনি নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের বাসিন্দা। খবর বাসসের।

জজকোর্টের সরকারি কৌঁসুলি এমদাদুল ইসলাম ইমদাদ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোছা. ফাতেমা ২০১৯ সালের ২৫ নভেম্বর বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের নালিয়া নদীর ঘাটে কাপড় পরিষ্কার করতে যান। আসামি রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে চুবিয়ে তাঁকে হত্যা করেন। পরে লাশ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা বিষয়টি দেখতে পান। বিকেলে ফাতেমাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে একপর্যায়ে রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ আসামি রিপন মোল্যাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে হত্যার করা স্বীকার করেন। এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়।