নড়াইল জেলার তিন উপজেলায় চলতি অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কাবিখার আওতায় ২ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ ছাড়া কাবিখা প্রকল্পে ৫২০ মেট্রিক চাল ও ৫২০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। খবর বাসসের।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাবিখার আওতায় নড়াইল-১ ও নড়াইল-২ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮৪৮ টাকা এবং চাল ৩১৯ মেট্রিক টন ও গম ৩১৯ মেট্রিক টন। এ ছাড়া এ প্রকল্পে তিন উপজেলার জন্য ৯৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিন উপজেলার জন্য ২০০ মেট্রিক টন চাল ও ২০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জেলার তিন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং জনগুরুত্বপূর্ণ কাজে কাবিখার টাকা, চাল ও গম ব্যয় করা হবে।