প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধনী দিনে ইউএনওডিসি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত নৌ পুলিশ সদস্যরা। ছবি: নৌ পুলিশ

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসি ও নৌ পুলিশের যৌথ আয়োজনে ‘পিয়ারসাইড ভেসেল সার্চ’ নামের সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

নৌ পুলিশ সদর দপ্তরে রোববার প্রথম ব্যাচের প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

নৌপথে সংঘটিত অপরাধ দমনে ইউএনওডিসির গ্লোবাল মেরিটাইম ক্রাইম প্রোগ্রাম (এমসিপি) তথা বৈশ্বিক সামুদ্রিক অপরাধ কর্মসূচির আওতায় পিয়ারসাইড ভেসেল সার্চ নামের প্রশিক্ষণ দেওয়া হয়।

এমসিপির সদর দপ্তর শ্রীলঙ্কার কলম্বো। এ কর্মসূচির মাধ্যমে সামুদ্রিক অপরাধ দমন প্রচেষ্টাকে বেগবান করার পাশাপাশি এ কাজে সমন্বয় বৃদ্ধিতে সদস্যরাষ্ট্রগুলোকে সহায়তা করা হয়।