দুর্ঘটনাকবলিত ট্রলার। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সাহসিকতায় ডুবে যাওয়া চিনিবোঝাই ট্রলারের পাঁচ জন প্রাণে বেঁচেছেন।

গত বুধবার (১০ আগস্ট) হিজলা থানাধীন মেঘনার শাখা নদীসংলগ্ন কাইচমারচর থেকে তাঁদের উদ্ধার করে নৌ পুলিশ।

নৌ পুলিশ জানায়, বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩ হাজার ৭০০ বস্তা চিনি নিয়ে ভোলায় যাচ্ছিল এমভি ফারহান ফাহিম নামের একটি মাঝারি আকারের ট্রলার। বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের একটি ডুবোচরে আটকে ট্রলারটির ৮০ শতাংশ পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে পাঁচ জনকে উদ্ধারের পাশাপাশি ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে চিনির বস্তাসহ ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে ট্রলারের মালিক মো. হোসেন ভোলা থেকে ঘটনাস্থলে ছুঁটে আসেন। পরে তাঁর কাছে ৩০০ বস্তা চিনি হস্তান্তর করে হিজলা নৌ পুলিশ। ট্রলারটি উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানায় নৌ পুলিশ।