বরগুনার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। ছবি: নৌ পুলিশ

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৯ লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছে নৌ পুলিশ।

বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও নারায়ণগঞ্জে মঙ্গলবার অভিযান চালিয়ে জাল উদ্ধার করা হয়।

পটুয়াখালীর কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত জাল। ছবি: নৌ পুলিশ

বরগুনা: জেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ি পাথরঘাটা উপজেলাধীন বলেশ্বর নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। ওই সময় মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় ২ লাখ ৯০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়।

এসব জালের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পটুয়াখালীর পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত জাল। ছবি: নৌ পুলিশ

বাউফল (পটুয়াখালী): জেলার কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি বাউফল উপজেলাধীন চন্দ্রদীপ ইউপির বান্দুরিয়া খালের সামনে তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। ওই সময় মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত জাল। ছবি: নৌ পুলিশ

জালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর (পটুয়াখালী): পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি পটুয়াখালী সদর থানার আওতাধীন পায়রা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় অবৈধ ৩২ হাজার মিটার বেহুন্দী ও চরঘেরা জাল উদ্ধার করে।

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত জাল। ছবি: নৌ পুলিশ

জালের আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। ওই সময় ১০ কেজি জাটকা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন হাজার টাকা।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

মেহেন্দীগঞ্জ (বরিশাল): জেলার কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা ও আশপাশের নদীতে অভিযান চালায়। ওই সময় মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জালের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হিজলা (বরিশাল): জেলার হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মেঘনা ও বিভিন্ন শাখানদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় অবৈধ (কারেন্ট ও চরঘেরা) ১ লাখ মিটার জাল জব্দ করে।
জালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত জাল পোড়ানো হয়। ছবি: নৌ পুলিশ

নারায়ণগঞ্জ: কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি বন্দর থানাধীন চরধলেশ্বরীর সামনে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালায়। ওই সময় মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। জব্দকৃত জাল পোড়ানো হয়েছে।