স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ তথা প্যারেড পরীক্ষার খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএমের দিকনির্দেশনায় স্মার্ট পুলিশ গঠনের মাধ্যমে পুলিশিং সেবাকে ভবিষ্যৎমুখী করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশে দক্ষ, নির্মোহ, পেশাদার অফিসার তৈরির লক্ষ্যে বহুমাত্রিক উপায়ে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে পদোন্নতি প্রদানের ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (প্যারেড পরীক্ষা) হয়েছে।

শনিবার সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ও এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা গ্রহণ কমিটিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রংপুর জেলার এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সাজ্জাদ হোসেন, আরআই পুলিশ লাইনস জহুরুল ইসলাম।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সব পুলিশ সদস্যকে কুড়িগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা দেন।

তিনি আগত সময়ে কেউ যাতে কোনোভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেসব সুনির্দিষ্ট প্রেরণা, প্রেষণা ও নির্দেশনা প্রদান করেন।