নৌপুলিশের অভিযানে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

১১ জেলায় অভিযান চালিয়ে ২ কোটি মিটারের বেশি অবৈধ জাল জব্দ করেছে নৌ পুলিশ। জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ৫৫ কোটি টাকা। অভিযানের সময় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানার গোসাইবাগ ও ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৩ লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় ৩০টি মাছ ধরার ফাঁদও জব্দ করা হয়। এদিকে কিশোরগঞ্জের লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা খালিয়াজুরী থানার ধনু নদীর পাঁচহাট এলাকায় অভিযান চালিয়ে ৫৫ হাজার মিটার অবেধ কারেন্ট জাল জব্দ করেছে।

সূত্র আরও জানায়, ফরিদপুর কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পদ্মা নদীর নর্থ চ্যানেল নামক স্থানে অভিযান চালিয়ে পাতানো অবস্থায় ২ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। জব্দকৃত এসব জালের বাজারমূল্য ৮৪ লাখ টাকা। সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যমুনা নদীর ভূতের মোড়, মুরাদপুর ও উমরপুর নামক স্থানে অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছেন। ওই ব্যক্তিদের পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে ঢাকার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দোহার থানার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ লাখ ১ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জালসহ একজনকে গ্রেপ্তার করেছে। জব্দকৃত জালের বাজারমূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পদ্মা ও মহানন্দা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাতানো অবস্থায় ১ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বন্দর থানার শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনা এলকায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এ সময় ১০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, নোয়াখালীর নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা হাতিয়া থানার কাজির বাজারসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাতানো অবস্থায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। পিরোজপুরের কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সন্ধ্যা নদীর কাঁঠালতলা, বাদামতলা, চিডামাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছেন।

এদিকে চাঁদপুর নৌ থানা পুলিশের সদস্যরা সদর থানার পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার মিটার কারেন্ট জালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি ৩২ লাখ টাকা। এ সময় ২০ কেজি ইলিশ মাছ ও চারটি নৌকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পটুয়াখালীর কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাতানো অবস্থায় ৯ লাখ ৩৫ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা। এ সময় ১৮ কেজি ইলিশ, চারটি নৌকা ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশগুলো দরিদ্রদের মধ্যে বণ্টন করা হয়েছে।