পুলিশি হেফাজতে জব্দ করা মহিষ। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ সদর থানা-পুলিশের অভিযানে ১২টি ভারতীয় মহিষসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মহিষ পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সদর থানাধীন সুরমা নদীর সবজি বাজার সংলগ্ন ঘাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ইসলাম উদ্দিন (৩০), মোফাজ্জল হোসেন (১৯) ও শরীফ হোসেন (১৯)। পলাতক আসামিরা হলেন জজ মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৩৫) ও কামাল হোসেন (৩৫)। তাঁদের প্রত্যেকের বাড়ি সুনামগঞ্জ সদর থানা এলাকায়।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় মহিষসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, জেলার দোয়ারাবাজার থানাধীন বোগলা সীমান্ত দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে মহিষ আনতেন। এরপর স্থানীয় ইজারাদার রফিক হোসেনের মাধ্যমে এসব মহিষ বিক্রি করতেন।

সুনামগঞ্জ সদর থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।