নোয়াখালীর বেগমগঞ্জে রোহিঙ্গা স্বামী-স্ত্রীর পেট থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর জাগো নিউজের।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে দুর্গাপুর ইউনিয়নের সুরেরপুল এলাকায় কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের বাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের ঠ্যাংখালির ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৭০), তাঁর স্ত্রী রুকিয়া বেগম (৫৫) এবং বেগমগঞ্জের চৈতন্য বাড়ির আহসান উল্যার ছেলে জাবেদ হোসেন (৩০)।

বুধবার (২ নভেম্বর) নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ডিডি) আবদুল হামিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস থেকে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রুকিয়া বেগম জানান, তাঁর পেটের মধ্যে ৮০০ পিস ইয়াবা এবং তাঁর স্বামী রহিম উল্লাহর অন্তর্বাসে ৫০০ ইয়াবা রয়েছে। এক্স-রে করিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। পরে চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি বলেন, আসামিদের মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।