নোয়াখালীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর সোনাইমুড়ী থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বেসিক ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎকারী বিডি সফটেক্সের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট (রোববার) অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

নোয়াখালী জেলা পুলিশের মিডিয়া সেল ২৮ আগস্ট (সোমবার) জানায়, সোনাইমুড়ী থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বিডি সফটেক্সের চেয়ারম্যান এবং বেসিক ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।

আসামি আনোয়ার হোসেন ২০১৫ সালের জুনে বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর চেষ্টা করেন। কিন্তু সে সময় ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।