মেলার উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীতে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শুরু হয়েছে দেশীয় শিল্পপণ্য-২২ মেলা।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শহরের হাউজিং বালুর মাঠে এই শিল্প মেলার উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম।

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সীমা পারভীন নিশি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম বলেন, দেশীয় শিল্পের প্রসারে পুনাক মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের মেলায় দেশীয় পণ্যসহ নানা ধরনের পণ্যের দোকান বসেছে। দর্শনার্থীরা এ মেলাটি উপভোগ করতে পারবেন। প্রতি বছরের ন্যায় এবারও মেলার নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপারের হাতে উপহার তুলে দিচ্ছেন জেলা পুনাকের নেতৃবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালী জেলা পুনাকের সভানেত্রী সীমা পারভীন নিশি বলেন, উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী এই মেলা চলবে। মেলায় দেশীয় শিল্প ও সংস্কৃতির হরেক রকম পণ্য দর্শনার্থীদের মন জয় করবে। সবাইকে মেলায় আসার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।