ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন ময়মনসিংহ পুনাকের সভানেত্রী কানিজ আহমার।

ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতির ( পুনাক) আয়োজনে এতিমদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ময়মনসিংহ পুলিশ লাইনসে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান স্ত্রী কানিজ আহমারের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন খন্দকার ফজলে রাব্বি, পুনাক সহসভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ডা. শারমীম আক্তার, ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দোয়ার পূর্ব মুহূর্তে পুনাক সভানেত্রী কানিজ আহমার বলেন, ‘আজকের ইফতার আমার এবং পুনাক নেতৃবৃন্দের কাছে এক স্মরণীয় ইফতার। কারণ, আমরা আজ শতাধিক কোরআনে হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার করছি।’

তিনি আরও বলেন, আমি প্রতিবছর রমজানে এতিম, অসহায় ও কোরআনে হাফেজদের নিয়ে ইফতার করে আসছি। তিনি যাতে এই ধারা অব্যাহত রাখতে পারেন, সে লক্ষ্যে সবার কাছে দোয়া চেয়েছেন। ইফতার ও দোয়া মাহফিলে শতাধিক এতিম ও কোরআনে হাফেজ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুনাক সদস্যদের জন্য দোয়া করেন হাফেজ মাওলানা মো. আশকর আলী।