নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) নেত্রকোনা পাবলিক হলে পুলিশ সুপার ফয়েজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

সেমিনারে বক্তব্য দিচ্ছেন নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। ছবি : বাংলাদেশ পুলিশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল এবং নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হারুন অর রশিদের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম।

সেমিনারে অংশ নেওয়া ব্যক্তিদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা জঙ্গি হিসেবে দেশকে উপস্থাপন করতে চায়, তারা দেশের শত্রু। সবার সহযোগিতায় জঙ্গিবাদ চিরতরে নির্মূল করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।