নীলফামারী জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী দিনের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

স্মার্ট পুলিশিংয়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশের ছয় দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

শনিবার থেকে শুরু হওয়া কোর্স চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবদুল্লাহ্ আল-ফারুক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ফোর্সকে উৎসাহিত করেন। আগামীতে কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যে কাজ করার ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অত্যাধুনিক স্মার্ট পুলিশ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।