নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম শনিবার পুলিশ লাইন্স একাডেমির অভিভাবক সমাবেশে বক্তব্য দেন। ছবি : নীলফামারী জেলা পুলিশ

নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক সমাবেশ’ হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে এ সমাবেশ হয়।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

নীলফামারী জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, অনুষ্ঠানের শুরুতেই পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ নেওয়া হয়।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমিন শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি সব শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে পাঠদানের আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, আগামী শিক্ষা বছর থেকেই পুলিশ লাইন্স একাডেমি আমূল পরিবর্তন নিয়ে আত্মপ্রকাশ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ লাইনস একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ।

ওই সময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক ও সমন্বয়ক রবিউল ইসলাম প্রামানিকসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির সহকারী শিক্ষক মো. শেখ সাদী।