পুড়িয়ে দেওয়া হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুরের নীলকমল নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও জাটকা উদ্ধার করেছে।

নৌ ফাঁড়িটির চাঁদপুরে দায়িত্বরত উপ-পরিদর্শকের নেতৃত্বে একটি টিম মেঘনা নদীর বিভিন্ন শাখায় গতকাল ২৬ মার্চ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাটকা নিধন অভিযান পরিচালনা করে। এ সময় ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ২ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়।।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা ও জাটকার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পরে এসব জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করা হয়।